歌词塔 搜索歌曲

Parbo Na (From "Borbaad")歌词

作曲 : Arindom Chatterjee
ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে
ভাবনা তোর আসছে দিন রাত ধরে
ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে
ভাবনা তোর আসছে দিন রাত ধরে
এলোমেলো মনটাকে
কি করে কে আর রাখে
কেন আমি এত করে তোকে চাই
পারবো না আমি ছাড়তে তোকে
পারবো না আমি ভুলতে তোকে
পারবো না ছেড়ে বাঁচতে তোকে
হয়ে যা না রাজি একবার

ভাল্লাগে চাইলে তুই আড়চোখে
চাইছি তোর ওই দুচোখ আর তোকে
ভাল্লাগে চাইলে তুই আড়চোখে
চাইছি তোর ওই দুচোখ আর তোকে
এলোমেলো দিস করে
সারাটা দুপুর ধরে
বসে বসে বুনে চলি কল্পনাই
পারবো না আমি ছাড়তে তোকে
পারবো না আমি ভুলতে তোকে
পারবো না ছেড়ে বাঁচতে তোকে
হয়ে যা না রাজি একবার

দেখা দিয়ে তুই যদি চলে যাস
কি কারণে বল এত কিছু চাস
আমিও কি চেয়ে বসি তোর কাছে
সাদাসিধে মনে করে কি এখন
কি কারণে বল এত উচাটন
আমিও কি পেয়ে বসি তোর কাছে
কথা ছিল কথা রাখার
আমায় ডাকার

পারবো না আমি ছাড়তে তোকে
পারবো না আমি ভুলতে তোকে
পারবো না ছেড়ে বাঁচতে তোকে
হয়ে যা না রাজি একবার

ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে
ভাবনা তোর আসছে দিন রাত ধরে
এলোমেলো মনটাকে
কি করে কে আর রাখে
কেন আমি এত করে তোকে চাই
পারবো না আমি ছাড়তে তোকে
পারবো না আমি ভুলতে তোকে
পারবো না ছেড়ে বাঁচতে তোকে
হয়ে যা না রাজি একবার
更多>

Arijit Singh最新专辑

更多>

Arijit Singh最新歌曲